সেরা বাংলা ধাঁধাঁ পর্ব - ১

 সেরা বাংলা ধাঁধাঁ পর্ব - ১



ধাঁধাঁ -১ঃ
আচ্ছা কইনতো দেখি কাঁচা আম না, নোংরা আম না, পাঁকা আম না, এমন কি হারমোনিয়াম ও না।
এইটা কোন আম
এইটা হইলোগিয়া - ইষ্টেডিয়াম

ধাঁধাঁ ২ঃ
আইচ্ছা কইনতো দেখি - দিবার সময় কষাকষি, ভিতরে গেলে মন খুশি।
এইটা কি?
এইটা হইলো গিয়া - মেয়েদের হাতের চুড়ি পরানো।

ধাঁধাঁ -৩ঃ
আইচ্ছা কইনতো দেখি - ঘুরি ফিরি যুদ্ধ  করি মরিবারতরে ছুঁলে সে মরে, না ছুঁলে সে মরে না।
এইটা কি?
ইস্সিরে পারলেন না তো
এইটা হইলোগিয়া - হা-ডু-ডু- খেলা

ধাঁধাঁ -৪ঃ
আচ্ছা কইনতো দেখি - আট আঙুলের হয় কাপড়ের ভেতর রয় বালধুপসি গায়, সর্বলোকে খায়।
এইটা কি?
এইটা হ েলা গিয়া ভূট্টা।

ধাঁধাঁ - ৫ঃ
আচ্ছা কইনতো দেখি - আগার খসখস গোড়ায় মধু।
এইটা কি?
এইটা হইলোগিয়া - আখ গাছ।

ধাঁধাঁ -৬ঃ
আচ্ছা কইন তো দেখি - গেরুয়া বসন গায়, খুলিতে বসন তার চোখের পানি এস যায়, লোকে কেঁদে খেতে চায়।
এইটা কি?
ইসসিরে পারলেন না তো!
এইটা হইলোগিয়া - পেঁয়াজ

ধাঁধাঁ -৭ঃ
আচ্ছা কইনতো দেখি - লালবাবু হাটে যায়, বিনা দোষে মার খায়।
এইটা কি?
এইটা হই লোগিয়া - ঢোল

ধাঁধাঁ -৮ঃ
আচ্ছা কইনতো দেখি - বাঁচিলে েএক মরিলে দুই কামকাজ করিয়া তুলিয়া থুই।
এইটা কি?
ইসসিরে পারলেন না তো!
 এইটা হইলোগিয়া - ঝিনুক।

ধাঁধাঁ -৯ঃ
আচ্ছা কইনতো দেখি - গিরুকুটী পানির মধ্যে বসে আধার খায় পানি ফুটি শুকাইলে মারা যায়।
এইটা কি?
এইটা  হইলোগিয়া - কেরোসিনের কুপি।

ধাঁধাঁ -১০ঃ
আচ্ছা কইনতো দেখি - তেল চুকচক পাতা, ফলের উপর কাঁঢা পাকলে হয় মধুর মতো মিষ্টি্। বিচি গোটা গোটা।
এইটা কি? 
এইটা হইলোগিয়া কাঠাল

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন