সেরা বাংলা ধাঁধাঁ পর্ব - 2 - bangla-dada

 সেরা বাংলা ধাঁধাঁ পর্ব - 2

সেরা বাংলা ধাঁধাঁ পর্ব - 2 - bangla-dada


ধাঁধাঁ -১ঃ

আচ্ছা কইনতো দেখি - লজ্জায় মরে  বেটি টগবগাইয়া চাইয়া থাকে ছুইরে পরে বুইজ্যা পরে।
এইটা কি ?
এইটা হইলোগিয়া - লজ্জাবতী গাছ।

ধাঁধাঁ -২ঃ
আচ্ছা কইনতো দেখি - যেখানেতে উৎপত্তি, সেখানে নয় বাস। ভ্রমণেতে আসলে পরে ঘটায় সর্বনাশ।
এইটা  কি ?
ইসসিরে পারলেন না তো!
এইটা হইলোগিয়া হাওয়া - বাতাস।

ধাঁধাঁ - ৩ঃ
আচ্ছা কইনতো দেখি ঘরের ভেতর ঘর, তার ভেতর কন্যে আর বর।
এইটা কি ?
ইসসিরে পারলেন নাতো!
 এইটা হইলোগিয়া - মশারী

ধাঁধাঁ -৪ঃ
 আচ্ছা কইনতো দেখি -  এমন একটা জীব আছে  তাদের েএক ভিটায় শত শত ঘর। 
এইটা কি ?
এইটা হইলোগিয়া - মৌচাক।

ধাঁধাঁ -৫ঃ
আচ্ছা কইনতো দেখি - শিশুর মুখে মায়ের মুখে আমরা তাকে খুজি, ভুবন নাকি যায় ভোলানো করলে তারে পুজি; যার তুলনা শুভ্রতা স্নিগ্ধ ফুলের রাশি সবাই ভালবাসি।
এইটা কি ?
এইটা হইলো গিয়া - হাসি।

ধাঁধাঁ -৬ঃ
আচ্ছা কইন তো দেখি- শি রোপতি অগ্নিকুন্ড পেট ভরা পানি নাভি তার চুষে লোকে একি আজব কল।
এইটা কি ?
এইটা হইলোগিয়া - হুক্কা।

ধাঁধাঁ -৭ঃ
আচ্ছা কইনতো দেখি রাজার ছে লে হাটে যায় েএকশোটা জামা গায়।
এইটা কি ?
এইটা হইলোগিয়া - বাঁধা কপি।

ধাঁধাঁ -৮ঃ
আচ্ছা কইনতো দেখি - ভাষা আছে কথা আছে সাড়া শব্দ নাই। প্রাণীর কাছে থেকেও ও কিন্তু নিজের প্রান  নাই।
এইটা কি ?
 এইটা হইলো গিয় - বই।

ধাঁধাঁ ৯ঃ
 আচ্ছা কইনতো দেখি -কোন মাছি উড়ে না।
এইটা কি ?
এইটা হইলোগিয়া - ঘামাছি।

ধাঁধাঁ -১০ঃ
আচ্ছা কইনতো দেখি - উপর থেকে আইলো পাখি শন শন কইরা। মরা পাখি ধান খায় কট কট কইরা।
এইটা কি ?
এইটা হইলোগিয়া - ঢেঁকি।

1 টি মন্তব্য: